ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

এবারও গান নিয়ে আসছেন মাহফুজুর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ১৫ মে ২০২১

প্রতি বছরের মত আসন্ন ঈদুল ফিতরেও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান। তার একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায়। গত কয়েক বছরের মতো এবারও তিনি বেশকিছু মৌলিক গান নিয়ে হাজির হতে যাচ্ছেন।

এবার তিনি তার নতুন একক গানের অনুষ্ঠানের নাম দিয়েছেন ‘সুখে থাকো তুমি’।

প্রচার হবে আজ শনিবার (১৫ মে) ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে দশটায় এটিএন বাংলায়। গত কয়েক বছরের মতো এবারও বেশকিছু মৌলিক গান নিয়ে হাজির হতে যাচ্ছেন এই আলোচিত-সমালোচিত গায়ক।

অনুষ্ঠানটিতে থাকছে ড. মাহফুজুর রহমানের ১০টি গান মৌলিক গান। এই গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান নিজেও। এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি দর্শকদের একঘেয়েমি কাটাতে ড. মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে প্রত্যাশা চ্যানেলটির।

মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। এরপরের বছরগুলোতে নিয়মিতই একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি