ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

বিয়ে করেছেন মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ১৮ মে ২০২১

বিয়ে করেছেন মার্কিন পপ স্টার আরিয়ানা গ্রান্ড। তিনি রোববার লস অ্যাঞ্জেলেসে প্রেমিক রিয়াল এস্টেট এজেন্ট ডালটন গোমেজকে বিয়ে করেন। বিয়ে আরিয়ানার বাড়িতেই সম্পন্ন হয়। মার্কিন সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

আরিয়ানার একজন প্রতিনিধি পিপল ম্যাগাজিনকে বলেন, খুবই ছোটখাট পরিসরে বিয়ের আয়োজন করা হয়। এতে ২০ জনেরও কম লোক উপস্থিত ছিল। কিন্তু ঘর ভরা ছিল সুখ ও ভালোবাসায়।

আরিয়ানা (২৭) ডিসেম্বরে গোমেজের সাথে তার বাগদানের ঘোষণা দেন। সে সময়ে ইনস্ট্রগ্রামে বাগদানের ঘোষণা দিয়ে একটি ছবিও পোস্ট করেন।

গ্র্যামি এওয়ার্ড বিজয়ী আরিয়ানা এর আগে ২০১৮ সালে অভিনেতা পিট ডেভিডসনের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বাইরে ২০১৭ সালে আরিয়ানা খবরের শিরোনাম হয়েছিলেন। ব্রিটেনের ম্যানচেস্টারে একটি স্টেডিয়ামে আরিয়ানার কনসার্ট চলাকালে সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত ও কয়েক’শ লোক আহত হয়েছিল।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি