ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

৫০ বছর বয়সে মা হলেন ব্রিটিশ সুপারমডেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২০ মে ২০২১

ব্রিটিশ সুপারমডেল নাওমি ক্যাম্পবেল। ৫০ বছর বয়সী এই তারকা কন্যা সন্তানের মা হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে সুখবরটি তিনি নিজেই জানিয়েছেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা নাওমির ওই ছবিতে দেখা যায়, তুলতুলে দুটি পা তার একহাতের তালুতে। 

এর ক্যাপশনে লেখা রয়েছে, ফুটফুটে সুন্দর একটি আশীর্বাদ আমাকে মা হিসেবে বেছে নিয়েছে। জীবনে এই কোমল প্রাণকে পেয়ে আমি সম্মানিত। এটা ভাষার প্রকাশ করা যাবে না। আমার পরীটার সঙ্গে চিরকালের বাঁধন ভাগাভাগি করবো। এর চেয়ে ভালো লাগা আর হয় না। 

এদিকে নাওমির মা ভ্যালেরি মরিস ক্যাম্পবেল একই ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন, আমি দারুণ উচ্ছ্বসিত। নানি হওয়ার জন্য মুখিয়ে ছিলাম। 

২০১৭ সালে লন্ডনের বিনামূল্যের পত্রিকা ইভেনিং স্ট্যান্ডার্ডকে দেওয়া সাক্ষাৎকারে নাওমি মা হওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন। তখন তিনি বলেন, সবসময় মা হওয়ার কথা ভাবি। এখন বিজ্ঞান এগিয়ে যাওয়ায় মন চাইলেই তা হতে পারবো বলে মনে হয়।

প্রসঙ্গত, এই সুসংবাদ দেওয়ার আগে কখনও তিনি সন্তানসম্ভবা হওয়ার কথা প্রকাশ করেননি। তার এই খবর পেয়ে ভক্তরা বেশ চমকে গেছেন। আর চমক হওয়ারই কথা। কারণ ৫০ বছর বয়সে এসে এমন সংবাদ খুব কম মানুষেই দেয়। 
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি