ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

দীর্ঘ দিন পর প্লেব্যাকে ন্যান্সি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ১৮ জুন ২০২১

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। একের পর এক দ্বৈত ও একক গানের রেকর্ডিংয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। মাঝে বেশ কিছু জনপ্রিয় সিনেমার রিমেক গানেও নতুন করে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। যে জন্য নতুন কোনো সিনেমাতে প্লেব্যাক করা হয়নি। এবার অনেক দিন পর প্লেব্যাক করলেন তিনি। সিনেমার নাম ‘অন্তরাত্মা’। গানের শিরোনাম ‘রাখি যত্নে সারাদিন’। 

গানটির কথা লিখেছেন ঋতম সেন। সুর ও সংগীতায়োজন করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই গানে ন্যান্সির সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ রায়। 

এ নিয়ে ন্যান্সি জানান, এই গানের গল্পে এক দম্পতির সংসারজীবনের ঘটনা তুলে ধরা হয়েছে। যা শুনে অনেকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। 

সিনেমার নির্মাতা জানিয়েছেন গানটি শিগগিরই প্রকাশ পাবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি