ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

পলিনের কথায় বাপ্পা গাইলেন ‘নীল মাছি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ১৯ জুলাই ২০২১

‘নীল মাছি’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন বরেণ্য সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার। ‘নীল মাছি...ও নীল মাছি, বাতাসকে ফাঁকি দিয়ে কোথায় ওড়ো’ গানটির এমন কথা লিখেছেন কবি ও নির্মাতা পলিন কাউসার।

গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদারের ভাষ্য, ‘গানটি এক কথায় চমৎকার ও সাবলীল। কথা ও সুরে ভিন্নতা নিয়ে এসেছেন পলিন। বেশ আনন্দ নিয়ে গেয়েছি। এ ধরণের গানের একটা আলাদা আবেদন আছে যা রুচিশীল শ্রোতাদের কাছে টানতে সক্ষম হবে।’   

‘নীল মাছি’ গানের মিউজিক ভিডিওটির চিত্রনাট্য ও পরিচালনা করবেন পলিন কাউসার নিজেই। গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি গান শুধুই লিরিক আর টিউনের কোনো মিক্সিং নয় বরং তার চাইতেও বেশী কিছু। সেই সেন্সে কোনো গান যখন আমি লিখি তাতে আমার চেষ্টা থাকে একে একটি অন্যরূপ দেবার যেখানে মানুষ যেন তার নিজস্ব ফিলসফির সাথে একে মিশিয়ে একটি রিল্যাক্সেশন পেতে পারে। এই গানটি তেমনই যেখানে একই সাথে প্রেম এবং অপ্রেমের ভেতরকার মাঝে একটি কন্ট্যাক্ট ক্রিয়েট হয়েছে। বাপ্পাদার অনবদ্য গায়কী প্রতিটি শব্দকে জীবন্ত করেছে দারুণ ভাবে।’

সঙ্গীত পরিচালক রাজন সাহার সঙ্গীতায়োজনে স্টুডিও জয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে ‘নীল মাছি’ গানটি অবমুক্ত হতে যাচ্ছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি