ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত মেহের আফরোজ শাওন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ৩০ জুলাই ২০২১ | আপডেট: ২০:১১, ৩০ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পরিচালক, প্রযোজক, অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। আজ শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানা যায়।

মেহের আফরোজ শাওন ফেসবুকে লেখেন, ‘পজিটিভ’।

এরপর থেকেই তার স্যোশাল হ্যান্ডেলে ভক্ত অনুরাগীদের অসংখ্যা কমেন্টস দেখা যায়। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

একজন পরামর্শ দিয়ে লিখেছেন, ‘প‌জে‌টি‌ভের ম‌ধ্যেও ম‌নোবলটা প‌জে‌টিভ রাখুন।’

শাওন গত বছরের মার্চে যুক্তরাষ্ট্র থেকে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। সেখানে তিনি নিউ ইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। করোনা পরিস্থিতির কারণে দ্রুত তিনি দেশে ফিরে আসেন।

এবারের ঈদুল আজহায় ‘নিশা লাগিলোরে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন অভিনেতা চঞ্চল ও শাওন। গানটির সংগীতায়োজন করেন দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। গত ১৯ জুলাই হাছন রাজার কালজয়ী এ গানটি তাদের কণ্ঠে ইউটিউবে মুক্তি পায়। যা দর্শক-শ্রোতা মহলে দারুণ সাড়া ফেলে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি