ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আটক হতে পারেন পরীমনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ৪ আগস্ট ২০২১ | আপডেট: ১৭:৫৯, ৪ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

চিত্রনায়িকা পরীমনির বাসায় র‌্যাবের অভিযান চলছে। আজ বিকেল ৪টার দিকে র‌্যাবের একটি দল তার বাসায় প্রবশে করে। এ বিষয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে। অভিযোগ প্রমাণ হলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হতে পারে।’ 

এর আগে র‌্যাব সদস্যরা তার বাড়ির সামনে আসলে পরীমনি ফেসবুক লাইভে চলে যান। সেখানে তিনি অভিযোগ করে বলেন, ‘কে বা কারা বাসার নিচে আসছে। তারা জোর করে বাসায় ঢুকতে চেয়েছে। কিন্তু তাদের আচরণ খুবই উগ্র। তারা জোর দিয়ে বলে দরজা খুলতে। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।’

এর আগে গত ১৪ জুন দুপুরে পরীমনি সাভার থানায় নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে নাসির ইউ মাহমুদসহ ছয় জনের নামে মামলা দায়ের করেন। তার মামলায় নাসিরকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়। কিন্তু পরবর্তীতে অন্য একটি বোটক্লাবে হামলা এবং তার কিছু বিতর্কিত কর্মকাণ্ড ও সিসিটিভি ফুটেজ সামনে আসলে পরীমনির বিরুদ্ধে অভিযোগ ওঠা শুরু হয়।।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি