ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ৪ আগস্ট ২০২১ | আপডেট: ১৯:১৭, ৪ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

চিত্রনায়িকা পরীমনির বাসায় পাওয়া গেছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। আজ বিকাল ৪টা থেকে নায়িকা পরীমনির বাসায় অভিযান শুরু করে র‌্যাব। সেখানে কয়েকজন র‌্যাবের নারী সদস্যও উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে দেশি বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করে র‌্যাব সদস্যরা।

এর আগে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছিলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান চালানো হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে। অভিযোগ প্রমাণ হলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হতে পারে।’

ইতিমধ্যে নায়িকা পরীমনিকে দীর্ঘ অভিযান শেষে আটক করা হয়েছে। তাকে র‌্যাব সদস্যরা একটি মাইক্রো করে তার বনানীর বাসা থেকে নিয়ে যাচ্ছে।

এর আগে গত ১৪ জুন দুপুরে পরীমনি সাভার থানায় নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে নাসির ইউ মাহমুদসহ ছয় জনের নামে মামলা দায়ের করেন। তার মামলায় নাসিরকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়। কিন্তু পরবর্তীতে অন্য একটি বোটক্লাবে হামলা এবং তার কিছু বিতর্কিত কর্মকাণ্ড ও সিসিটিভি ফুটেজ সামনে আসলে পরীমনির বিরুদ্ধে অভিযোগ ওঠা শুরু হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি