ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফের ২ দিনের রিমান্ডে পরীমণি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ১০ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

চিত্রনায়িকা পরীমণিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ফের দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত সংস্থা সিআইডি এ সময় তার পাঁচদিনের রিমান্ড আবেদন জানালে মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে চার দিনের রিমান্ড শেষে পরীমণি ও রাজসহ বাকিদের মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে মালিবাগের সিআইডি কার্যালয় থেকে আদালতে নিয়ে যাওয়া হয়।

বনানী থানায় মাদক আইনে দায়ের করা আলাদা মামলায় রাজ ও সবুজকেও নতুন করে ৫ দিনের রিমান্ডে চেয়েছিল সিআইডি। এছাড়া বনানী থানা পুলিশের পক্ষ থেকে পর্নগ্রাফি আইনের মামলায় তাদের ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়েছিল।  

শুনানি শেষে বিচারক মাদক মামলায় দুই দিন এবং পর্নগ্রাফির মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

উল্লেখ্য, গত ৪ আগস্ট র‌্যাব অভিযান চালায় নায়িকা পরীমণির বাসায়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‍্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। এরপরের দিন পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে র‍্যাব বাদী হয়ে একটি মামলা করে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি