ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আতিউর রহমানের কথায় ‘এতটা এমন’ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ২৩ আগস্ট ২০২১

সম্প্রতি মুক্তি পেয়েছে গীতিকার আতিউর রহমান’র কথায় নতুন গান ‘এতটা এমন’। ইন্দ্রনীল মিত্র’র সুরে গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় শিল্পী রূপক তিয়ারী এবং তিতিক্ষা চৌধুরী। 

গানের সংগীত আয়োজন করেছেন স্বনামধন্য মিউজিসিয়ান ঋষি পাণ্ডা। গানের ভিডিও করেছেন অদিত্য পাল। গানটি  ইউটিউবে প্রকাশ পেয়েছে। 

রোম্যান্টিক থিমে সাজানো এ গানটি প্রসঙ্গে গীতিকার আতিউর বলেন, ‘গানটি শুধু তরুণ শ্রোতাদের জন্য নয়, এর কথা সার্বজনীন। রুচিসম্মত কাব্যিক কথার আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে এটি।’ 

গান তৈরি করার ব্যাপারে গীতিকার বলেন, ‘আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে। বাংলা গান মনে-প্রাণে ভালোবাসি বলেই শত প্রতিকূলতার মাঝেও চেষ্টা করে যাচ্ছি। অসংখ্য গানের মিছিলে ভাল গান শ্রোতাদের কাছে পৌঁছে দেয়া সহজ নয়। তবে শ্রোতাদের সহযোগিতা এবং ভালোবাসা পেলে আমাদের সব প্রচেষ্টা সহজতর হবে।’

উল্লেখ্য, সুরকার ইন্দ্রনীল মিত্র ও গীতিকার আতিউর রহমান জুটি এর আগে জীবনধর্মী গান ‘বলবেনা পিছুটান’, ‘সব ফেরারি’ এবং ‘আহারে জীবন’ শ্রোতাদের মাঝে উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় ‘এতটা এমন’-ও সবার হৃদয় জয় করবে এমনটাই আশা তাদের। 
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি