ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অক্টোবরে মুক্তি পাচ্ছে পদ্মাপুরাণ, টিজার প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

প্রকাশ হলো পরিচালক রাশিদ পলাশের চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’-এর অ্যানিমেশন টিজার। রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ২ মিনিট ৪৮ সেকেন্ডের টিজারটি। পরিচালকের দাবি, বাংলাদেশে এটাই প্রথম সিনেমার অ্যানিমেশন টিজার।
  
রাশিদ পলাশ বলেন, ‘আমরা চেষ্টা করছি নতুন কিছু দিতে দর্শকদের। সিনেমা হলে গিয়ে দর্শক সিনেমা দেখবে, এটাই আমাদের আশা। এটি আমাদের মাটি ও জলের গল্প।’

আসছে ৮ অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। বর্তমানে ছবির নির্মাতা ও কলাকুশলীরা ব্যস্ত আছেন প্রচারণার কাজে। 

‘পদ্মাপুরাণ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

এছাড়াও নির্মাতা রাশিদ পলাশের হাতে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘প্রীতিলতা’। যার এখন পর্যন্ত ৩৫ ভাগ দৃশ্যধারণ শেষ। আগামী মাসের শেষের দিকে ছবির বাকি অংশের শুটিং হবে বলে জানান তিনি।

এসবি/এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি