ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অপু-বুবলীর বিরোধ স্রেফ গুজব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ২৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১০:০৫, ২৯ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ঢালিউডে বহুদিনের আলোচিত জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ দিয়ে প্রথম বড় পর্দায় আসেন তারা। এরপর এই জুটিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু প্রেম, বিয়ে, সন্তান অবশেষে বিচ্ছেদ তাদের ক্যারিয়ারে প্রচণ্ড ভাবে প্রভাব ফেলেছে। তাই গত কয়েক বছর তাদের আর একসঙ্গে কোন সিনেমায় দেখা যায়নি।

এর মধ্যে বুবলীর সঙ্গে নতুন জুটি বাঁধেন শাকিব খান। ২০১৬ সালে ‘বসগিরি’ দিয়ে শুরু করে ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোলা নোয়াখাইল্যা মাইয়া’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’-এর মতো ব্যবসাসফল উপহারও দেন এই জুটি। অনেকেরই ধারণা ছিল অপু-বুবলীর ভেতরে হয়তো বিরোধ রয়েছে। কিন্তু সেই ধারণা উড়িয়ে দিলেন বুবলী নিজেই। বুবলী জানান- অপুর সঙ্গে কাজ করতে তার কোনো আপত্তি নেই।

এ নিয়ে বুবলী বলেন, ‘যদি তেমন সুযোগ আসে, সেটা সময়ই বলে দেবে। তবে গল্পের প্রয়োজনে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতেও আপত্তি নেই। যখন আমরা শিল্পীরা একসঙ্গে কাজ করি, তখন আমাদের মধ্যে এমন কোনও বিষয় থাকে না। বাইরে থেকে মানুষ অনেক কিছু চিন্তা করেন, যা স্রেফ গুজব।’

এই নায়িকা আরও বলেন, ‘অপু বিশ্বাসের সঙ্গে আমার দেখাও হয় না। তাহলে তার সঙ্গে আমার রেষারেষি কেন থাকবে! মানুষ মনে মনে হয়তো বহু কথা ভেবে বসে থাকেন- যা ঠিক নয়। আমার কাছে ভালো গল্পের সিনেমা হলে সবার সঙ্গেই কাজ করার ইচ্ছে। একটা সময় শাকিব খানের বাইরে আমাকে পাওয়া যায় না বলেও কথা উঠত; এখন তো অনেকের সঙ্গে কাজ করছি।’

বুবলী এখন সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ সিনেমার শুটিং করছেন। সেই শুটিং সেটেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ক্যারিয়ারের শুরুতে শুধুমাত্র শাকিবের সঙ্গে অভিনয় করলেও চলতি সময়ে নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’, নিরব-রোশানের সঙ্গে ‘চোখ’, একে আজাদ আদর ও আসিফ আহসান খান নামের দুই তরুণের সঙ্গে ‘তালাশ’ সিনেমায় যুক্ত হন বুবলী। আগামী ১ অক্টোবর মুক্তি পাবে ‘চোখ’। এটিই হবে শাকিব খানের বাইরে তার প্রথম সিনেমা।
এমএম/ এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি