ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পায়ের তুলিতে অমিতাভ বাচ্চনের ছবি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ২ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

‘আয়ুষ’ নামের এক বিশেষ ক্ষমতা সম্পন্ন অনুরাগী পা দিয়ে একেছেন অমিতাভ বাচ্চনের ছবি। আর অনুরাগীর এমন ভালবাসায় মুগ্ধ বলিউডের শাহেনশাহ বিগ বি। 

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন অমিতাভ বচ্চন। নিজের যেকোনও কিছু অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নিতে পছন্দ করেন তিনি। এবার শেয়ার করলেন তার প্রতি বিশেষ ক্ষমতা সম্পন্ন এক অনুরাগীর অন্যরকম ভালোবাসার একটি ছবি। সেই অনুরাগি অমিতাভের ছবি একেছেন নিজেরই পায়ের সাহায্যে। সেটাই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

জানা গিয়েছে, ওই অনুরাগীর নাম ‘আয়ুষ’। তার আঁকা ছবিতে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন দু হাত তুলে অনুরাগীদের সঙ্গে কথপোকথন করছেন। যেমনটা তিনি করে থাকেন। আর অনুরাগীরাও তার ছবি তুলতে ব্যস্ত। 

এমন কয়েকটি ছবির কোলাজ শেয়ার করে অমিতাভ লিখেছেন, “আয়ুষ। বিশেষ ক্ষমতা সম্পন্ন। পা দিয়ে ছবি একেছে। সর্বশক্তিমানের কী লীলা। রবিবার জলসার গেটে শুভানুধ্যায়ীদের সঙ্গে দেখা করাটা ও মিস করে। তাই কল্পনা শক্তিতেই সেই ছবি একে ফেলেছে।”
সূত্র : এবিপি আনন্দ
এমএম/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি