ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাধার মুখে যুবরাজ সিংয়ের বায়োপিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ১১ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ক্রিকেট জগতের তারকাদের নিয়ে বায়োপিক নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে তারকাদের নিয়ে বায়োপিক তৈরিতে আকর্ষণও অনেক বেশি। আর এবার সেই বায়োপিক তৈরি নিয়ে আলোচনায় এসেছিলেন ভারতের বিখ্যাত অলরাউন্ডার, ছয় বলে ছয় ছক্কা হাকানো যুবরাজ সিং।

কথা চলছিল নির্মাতা করণ জোহারের হাতে গড়ে উঠবে যুবরাজ সিংয়ের বায়োপিক। বিগত কয়েকদিনে যুবরাজ ও করণের মধ্যে আলোচনাও এগিয়েছিল বেশ। তবে সম্প্রতি কিছু মত পাথক্য নিয়ে বাধার মুখে সেই প্রকল্প।

এই বয়োপিকে যুবরাজের চরিত্রের জন্য সিদ্ধান্ত চতুর্বেদীকে চূড়ান্ত করেছিলেন করণ জোহর। আর এ নিয়েই শুরু হয় মত পাথক্যের।

কারণ, যুবরাজ তাঁর জীবনীমূলক ছবিতে করণের সিদ্ধান্তকে মেনে নিতে নারাজ। এই বায়োপিকে যুবরাজ তার চরিত্রে বলিউডের তারকা অভিনেতাকে দেখতে চান। 

আর এ কারণেই শুরু হয় মতের অমিল। ফলে বাধার সম্মুখীন বা বন্ধের মুখে এই প্রকল্প। 
আরএমএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি