ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছেলের জন্য ভেঙে পড়েছেন গৌরী খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ১৫ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

জামিন পাননি ছেলে আরিয়ান। তাই উৎসবের ভেতরও মন্নতে নেই কোন আনন্দ। গৌরী খান নাকি শপথ করেছেন আরিয়ান বাড়ি না ফেরা পর্যন্ত কোন মিষ্টি ছুঁয়েও দেখবেন না। 

ছেলে আরিয়ানের গ্রেপ্তারির পর থেকেই ভেঙে পড়েছেন গৌরী খান। কিছুদিন আগে নিজের জন্মদিনে কোনও আয়োজন করেননি। মনে করেছিলেন বৃহস্পতিবার অন্তত আরিয়ান জামিন পাবে। কিন্তু সেই আশা পূরণ না হওয়ায় এমন কঠিন ব্রত করেছেন তিনি। 

বৃহস্পতিবার মুম্বাইয়ের বিশেষ আদালতে আরিয়ানের মাদক মামলার শুনানি ছিল। কিন্তু জামিন নিয়ে কোনও সিদ্ধান্ত না হওয়ায় ২০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাকে। একইভাবে আরিয়ানের দুই বিশেষ বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকেও জেলে থাকতে হবে। 

এদিকে ছেলে জেলে যাওয়ার পর থেকেই সমস্ত শুটিং বাতিল করে দিয়েছেন শাহরুখ খান। সারাক্ষণ ফোনে আইনজীবীদের সঙ্গে কথা বলে সময় পার করছেন তিনি। এমনকি তারকা বন্ধুদেরও নাকি মন্নতে আসতে বারণ করে দিয়েছেন বলিউড বাদশা।
সূত্র : সংবাদ প্রতিদিন
এমএম/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি