ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পূজায় রানির আফসোস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৭, ১৫ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

পূজায় সেজেগুজে একেবারে হলদে পাখি হয়ে গেলেন রানি মুখোপাধ্যায়। নবমীতে জমকালো হলুদ শাড়িতে সেজে বাড়ির পূজায় এসেছিলেন তিনি। গত বছর কোভিডের কারণে আসতে পারেননি। দিদি কাজলের মতোই দু’বছর পরে বাপের বাড়িতে পা দিয়ে তিনিও আবেগতাড়িত। তার মধ্যেই তার মনখারাপ।

করোনা সংক্রমণ এড়াতে প্রতি বছরের মতো এ বছরে পাত পেড়ে দর্শনার্থীদের খাওয়ানোর আয়োজন নেই। সেই আক্ষেপ তিনি প্রকাশ করেই ফেলেছেন সাংবাদিকদের সামনে, ‘‘কাছের মানুষদের নিজের হাতে পরিবেশন করে খাওয়ানোর মজাই আলাদা। গত বারেও মিস করেছি। এ বারেও পারছি না।’’

রানি আসলেও এক মাত্র মেয়ে আদিরাকে দেখা যায়নি তার সঙ্গে। পূজার আড্ডায় তাই উঠে এসেছে তার মেয়ের কথাও। ২০১৯-এ আদিরা মাত্র তিন বছরের। ওই বছরে সে দাদুর বাড়িতে এসেছিল মায়ের সঙ্গে। এবং ভাই-বোনদের সঙ্গে মিলে খুব মজা করেছিল। সে কথা আজও ভুলতে পারেননি ‘মর্দানি’ রানি। মেয়ের বদলে এ বছরে মায়ের সঙ্গী মেয়ের সে দিনের মজার স্মৃতি।

শশধর মুখোপাধ্যায়ের বাড়ির পুজায় এই প্রজন্মের রানি ছাড়াও এসেছিলেন কাজল, তানিশা, তনুজা, সর্বাণী। আমন্ত্রিত তারকাদের মধ্যে গায়ক শান এসেছিলেন তার মাকে সঙ্গে নিয়ে। এসেছিলেন সস্ত্রীক অমিত কুমার, কুমার শানুর ছেলে জান কুমার শানু, সুমনা চক্রবর্তী, মৌনি রায়, দেবিনা বন্দ্যোপাধ্যায়, গুরমিত চৌধুরী। তবে অন্যান্য বছরের মতো তারকাদের ভিড় এ বছর সংখ্যায় অনেকই কম ছিল। সূত্র: আনন্দবাজার

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি