ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

‘রাস্তা’য় সিয়াম, পারিশ্রমিক ‘এক হাজার এক টাকা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ২০ অক্টোবর ২০২১ | আপডেট: ২২:১২, ২০ অক্টোবর ২০২১

ফের নিয়মিত সিনেমা প্রযোজনা শুরু করছেন জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি এবার ঘোষণা দিলেন নতুন সিনেমার। মাঝখানে ওয়েব সিরিজের ঘোষণা দিলেও এবার সিয়ামকে নিয়ে শুরু করছেন ‘রাস্তা’। 

তবে আলোচনার বিষয় হয়ে ওঠেছে সিনেমার পারিশ্রমিক নিয়ে। যেখানে ১০ বা ২০ লাখ টাকা পারিশ্রমিক দেয়া হয়। সেখানে সিয়াম ঘোষণা দিয়েছেন ‘এক হাজার এক টাকা’য় চুক্তিবদ্ধ হয়েছেন। 

এ বিষয়ে সিয়াম বলেন, ‘সম্মান জানিয়েই তিনি এ টাকা নিচ্ছেন। কারণ নায়ক হিসেবে সুযোগ করে দিয়েছে এই জাজ মাল্টিমিডিয়া।’

তবে জাজ মাল্টিমিডিয়া তাদের ফেসবুক পেজে আজ বুধবার নতুন সিনেমা নিয়ে একটি পোস্ট দেয়। সেখানে প্রতিষ্ঠানটি উল্লেখ করে-

‘জাজের ব্যবসা সফল দুই সিনেমা পোড়ামন-২ ও দহন টিম। মানে জাজ , রায়হান রাফি ও সিয়াম আবার এক সাথে। অবশ্য ওই দুইটা সিনেমাতে পূজা ছিল, কিন্তু জাজের এই নতুন সিনেমাতে পূজা নেই, আসছে নতুন মুখ।’

আরও উল্লেখ করে, ‘জাজ এই করোনা কালীন সময়ে বেশ কিছু দুর্দান্ত প্রজেক্ট তৈরি করে রেখেছে। তার একটা হলো রাস্তা। শুটিং জানুয়ারির এক তারিখ থেকে শুরু।’

জাজ জানায়, ‘‘আরেকটা কথা না বললে এখানে অন্যায় হবে। জাজের চেয়ারম্যান স্যার উনার পারসোনাল প্রোফাইলে বলেছিলেন, সিনেমার লোক কখনো আপন বা বন্ধু  হয় না। কথাটা ভুল। তার প্রমাণ সিয়াম। সিয়াম প্রতি সিনেমাতে সন্মানি নেয় ১৫-২০ লক্ষ টাকা। কিন্তু জাজের ছেলে সিয়াম ‘রাস্তা’ সিনেমা বাবদ নিয়েছে এক হাজার এক টাকা মাত্র। যেখানে জাজের অনেক ছেলে মেয়েরা আগেই জিজ্ঞাসা করে কত টাকা দেবেন ওই সিনেমার/ ওয়েব সিরিজের জন্য (নুসরাত ফারিয়া ছাড়া)। 

‘এটা সিয়ামের প্রতিদান নাকি ভালবাসা! না জাজের প্রতি সম্মান জানি না। তবে আমরা মন থেকে দোয়া করি সিয়ামের জন্য, যেন বিধাতার সকল করুণা ধারা তার উপর বর্ষণ করেন।’

ভালো থাকুক সিয়াম, ভালো থাকুন আপনারা।’’

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি