ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও এনসিবির জেরার মুখে অনন্যা পাণ্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ২২ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

মুম্বাইয়ের প্রমোদতরীর মাদক মামলায় হঠাৎই জড়িয়ে পড়েছেন চাঙ্কি পাণ্ডের কন্যা বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। বৃহস্পতিবার জেরার পর শুক্রবার সকালে দ্বিতীয়বারের মত এনসিবি দপ্তরে ডাক পড়ে তার। 

মাদক মামলায় গ্রেফতার শাহরুখ পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাটের তদন্ত করতে গিয়েই প্রকাশ্যে আসেন 'অ্যানি' নামে একজন। সেই 'অ্যানি'ই অনন্যা পাণ্ডে কিনা, তা নিয়ে নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। এজন্যই আবারও তাকে জেরা শুরু করেছে এনসিবি। 

তবে অনন্যাকে কী বিষয়ে প্রশ্ন করা হয়েছে, বা মাদক মামলায় অনন্যার কোনও ভূমিকা আছে কি না, তা নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। 

এদিকে এনসিবি-র এই জেরাপর্ব আরও দুই থেকে তিন দিন চলতে পারে বলে ধরেই নিয়েছিলেন অনন্যা পাণ্ডে। যে কারণে আগে থেকেই নিজের শুটিংয়ের কাজ বেশ কিছু দিন পিছিয়ে দিয়েছেন অনন্যা। এই মুহূর্তে কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা চলছিল তার।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এমএম/এসবি/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি