ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আসছে নুসরাত ফারিয়ার ‘হাবিবি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৪, ২৫ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

‘পটাকা’ গান দিয়ে গানের জগতে নাম লিখিয়েছিলেন ঢালিউড নায়িকা নুসরাত ফারিয়া। সেই গান দিয়ে ছিলেন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে। এরপর নিয়ে আসেন ‘আমি চাই থাকতে’। এবার নিয়ে আসছেন ‘হাবিবি’ নামে নতুন একটি গান। 

ফারিয়ার এ গানটি আগামী ২ নভেম্বর কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। ‘হাবিবি’ গানের আরবীয় সুর-সংগীত ও নাচের আমেজে গানটিতে ভিন্নতার ছাপ দেখা যাবে বলে জানা গেছে। 

গানটির গানের কথা লিখেছেন নূর নবী, সুর করেছেন আদিব কবির। ভিডিও নির্মাণসহ কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব।

নুসরাত ফারিয়া এই গান সম্পর্কে বলেন, এবারের গানটি পপ অ্যারাবিক ফিউশন। অক্টোবরের মাঝামাঝিতে মুম্বাই থেকে শতাধিক কিলোমিটারে দূরে এক রাজপ্রাসাদে গানটির ভিডিওর শুটিং হয়েছে। শুটিংয়ের আগে তিনদিন গ্রুমিং হয়েছে। রাজপ্রাসাদটি অনেক বড়। ভেতরে অনেকগুলো জায়গা আলাদা আলাদা সেট করে শুটিং করেছি আমরা। মুম্বাইয়ের ২০ জন ছেলেমেয়ে পারফর্ম করেছেন আমার সঙ্গে।’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি