ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আরিয়ানকে জন্মদিনের উপহার ৫০০টি গাছ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ১২ নভেম্বর ২০২১ | আপডেট: ১৮:৪১, ১২ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

শাহরুখ-তনয়ের জন্মদিনে এমনই উদ্যোগ জুহি চাওলার। টুইটারে আরিয়ানকে লেখা শুভেচ্ছা-বার্তায় সঙ্গী বেশ কয়েক বছর আগে তোলা একটি ছবি। তাতে জুহির দুই সন্তান জাহ্নবী এবং অর্জুনের সঙ্গে দেখা যাচ্ছে আরিয়ানকে।

বন্ধু-পুত্রকে জুহি লিখেছেন— ‘শুভ জন্মদিন আরিয়ান। এত বছর ধরে তোমার জন্য আমাদের শুভেচ্ছা একই রকম আছে। ঈশ্বর তোমাকে ভাল রাখুন এবং পথ দেখান। অনেক ভালবাসা রইল। তোমার নামে ৫০০টি গাছ পুঁতব আমরা।’

শাহরুখ খানের সঙ্গে জুহির বন্ধুত্ব দীর্ঘ কালের। পেশার গণ্ডি পেরিয়ে একে অপরের পাশে থেকেছেন ব্যক্তি জীবনেও। মাদক-কাণ্ডে আরিয়ানের জামিনদার হয়েছিলেন অভিনেত্রী। শাহরুখ-পুত্রকে হাজত থেকে বার করতে এক লক্ষ টাকার বন্ডেও সই করেন তিনি। আরিয়ানকে নিজের ছেলের মতোই ভালবাসেন জুহি।

প্রায় এক মাস জেলে কাটিয়ে আপাতত ঘরে ফিরেছেন আরিয়ান। তবে এই মুহূর্তে চার দেওয়ালের ঘেরাটোপেই পরিবারের সান্নিধ্যেই দিন কাটছে তারকা-তনয়ের।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি