ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

হুমায়ূনের জন্মদিনে শাওনের ‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ১৩ নভেম্বর ২০২১

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন ১৩ নভেম্বর, শনিবার। তার স্মরণে নতুন একটি গান গাইলেন মেহের আফরোজ শাওন।

নতুন গানটির শিরোনাম ‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’। শাওনের কণ্ঠে তুমুল জনপ্রিয় হুমায়ূন আহমেদের ‘যদি মন কাঁদে’ শিরোনামের গানটির দ্বিতীয় অধ্যায় এটি।

নতুন এ গানটির কথা লিখেছেন মোহাম্মদ ফজল। আর আগের গানটার মতো এটারও সুর করেছেন এস আই টুটুল। গানটির ভিডিও চিত্রায়িত হয়েছে হুমায়ূন আহমেদের প্রাণের জায়গা নুহাশপল্লীতে।

শুক্রবার এটি প্রকাশ করা হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে গণমাধ্যমকে শাওন জানান, হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষেই গানটি করা হয়েছে। যা শুক্রবার প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি