ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ইলিয়াসকে বিয়ে করলেন নাসিরের সাবেক প্রেমিকা সুবাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ২৩ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২০:৩৯, ২৩ ডিসেম্বর ২০২১

সংগীতশিল্পী ইলিয়াস হোসেনকে বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। সুবাহর সঙ্গে সংগীতশিল্পী ইলিয়াসের প্রেমের গুঞ্জন শোনা যায় বেশ কিছুদিন আগে। সে সময় সুবাহ নতুন প্রেমের বিষয়টি এড়িয়ে যান।

অবশেষে গুঞ্জনই সত্য হলো। কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনের সঙ্গেই গাটছড়া বাঁধলেন ক্রিকেটার নাসিরের সাবেক এই প্রেমিকা সুবাহ শাহ হুমায়রা।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) গায়ে হলুদের ছবি শেয়ার করে বিষয়টি প্রকাশ্যে আনেন সুবাহ। যদিও নিশ্চিত করে বলেননি বিয়ের তারিখ।

জানা যায়, ইলিয়াস ও সুবাহর বিয়ে বেশ কিছুদিন আগেই হয়েছে। তবে তারা সেটা গোপন রাখেন। এরপর একসঙ্গে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। ঘনিষ্ঠ ছবিও শেয়ার করেন। তখন থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন প্রবল হয়।

একাধিক সূত্র মাধ্যমে জানা গেছে, বেশ কিছুদিন আগেই গায়ে হলুদ ও বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। এখন তারা স্বামী-স্ত্রী হিসেবেই বসবাস করছেন।

নবাগত নায়িকা সুবাহ ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি।

অন্যদিকে ‘না বলা কথা’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’ ইত্যাদি গান দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন ইলিয়াস হোসেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি