ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত সৃজিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ২ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৫:৪২, ২ জানুয়ারি ২০২২

টালিউডে আবারও মাথাচাড়া দিল করোনা আতঙ্ক। শনিবার নতুন বছরের প্রথম দিনই করোনা ভাইরাসে আক্রান্ত হলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী ও কলকাতা বাংলা সিনেমার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি।

সোশ্যাল মিডিয়ায় সৃজিত লেখেন, ‘‘আমি করোনায় আক্রান্ত হয়েছি। নিজেকে আইসোলেট করে রেখেছি। গত ৭২ ঘণ্টায় আমার সংস্পর্শে যারা এসেছে, দয়া করে নিজেদের করোনা পরীক্ষা করান।’’

করোনার সময় সোশ্যাল মিডিয়ায় শুরু থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। 

তবে করোনার তৃতীয় ঢেউ আগমনের আতঙ্কের মধ্যেই পরিচালক নিজেই পড়লেন অতিমারির কবলে। 

সামনেই মুক্তির অপেক্ষায় সৃজিতের দুটি সিনেমা। ফেব্রুয়ারির ৪ তারিখ মুক্তির দিন ঠিক করা হয়েছে ‘সাবাশ মিঠু’ সিনেমার। 

যদিও করোনা সংক্রমণের হার যে হারে বাড়ছে, তাতে মুক্তি পিছাতে পারে দুটি সিনেমারই। 

সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা
এমএম/এসবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি