ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘চলে গেলেন সৃজিত’! মিম শেয়ার করলেন পরিচালক নিজেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ২ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৯:৩৫, ২ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বছরের শুরুতেই কোভিডে আক্রান্ত হন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবার সকাল সকাল সৃজিতের সাদা কালো ছবিতে ছেয়ে গেল নেটপাড়া। উপরে লেখা, ‘চলে গেলেন সৃজিত মুখোপাধ্যায়।’ প্রথম দেখাতে যে কারও বুকে ছাৎ করে উঠতেই পারে।

একটু খতিয়ে দেখলেই বোঝা যাবে, নীচে লেখা ‘আইসোলেশন’ শব্দটি। এ দিকে পরিচালকের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তরা। এরই মধ্যে রবিবার সকাল থেকে এই মিমে ছেয়ে যায় নেট পাড়া। মজা করতে আসরে নামেন সৃজিতও। 

ছবিটি তার সমস্ত সোশ্যাল পেজে পোস্ট করেন তিনি। যেখানে বড় বড় অক্ষরে লেখা, ‘চলে গেলেন সৃজিত মুখোপাধ্যায়’। ছবির নীচের দিকে কোণায় বামদিকে ছোট্ট করে লেখা, ‘আইসোলেশন’। অর্থাৎ আইশোলেশন চলে গিয়েছেন পরিচালক।



কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার কথা ফেসবুকে জানান পরিচালক নিজে। আপাতত নিভৃতবাসে রয়েছেন তিনি। সৃজিতের এই ছবি দেখে গায়ক রূপম ইসলাম লিখেছেন, ‘এটা অন্য লেভেল'! সৃজিতের এই ছবি কমেন্ট করেছেন পরিচালক সুব্রত সেনও। তবে সৃজিতের এই ছবি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। নিভৃতবাসে থেকেই ভার্চুয়াল রসিতকতায় মাতলেন পরিচালক।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি