ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

করোনায় আক্রান্ত সৃজিত-মিথিলা কন্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ৬ জানুয়ারি ২০২২

বছরের শুরুতেই করোনায় আক্রান্ত হন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। সঙ্গে সঙ্গেই পরিবারের সবার কাছ থেকে আলাদা হয়ে গেলেও এবার করোনাভাইরাসে আক্রান্ত হলো সৃজিত- মিথিলার কন্যা  আইরা তেহরীম খান।

বৃহস্পতিবার মিথিলা নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘সৃজিতের পর আমার মেয়ে আইরারও করোনা পজিটিভ এসেছে। গত তিন দিন ধরে তার জ্বর ছিল। পরীক্ষা করার পর গতকাল তার করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে আমরা আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করি। এখন বেশ ভালো আছে মাশাআল্লাহ।’’

মিথিলা আরও বলেন, ‘‘শুরুর জ্বর এবং কাশির পর দুজনই এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। তারা যাতে দ্রুত সুস্থতা লাভ করতে পারেন সেজন্য সবাই দোয়া করবেন। সবাই নিরাপদ থাকুন এবং মাস্ক পরুন।’’

এই অভিনেত্রী আরো জানান, করোনার কারণে বর্তমানে স্বামী এবং কন্যা দুজনের কাছ থেকেই আলাদা থাকছেন তিনি। দূর থেকেই তিনি তাদের খাবার ও ওষুধ দিচ্ছেন। তার বিশ্বাস দ্রুতই স্বামী সৃজিত ও কন্যা আইরা করোনামুক্ত হবেন। তারপর দুজনের স্পর্শ নেবেন তিনি।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি