ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুরুষ পোশাকে কী করলেন মিম?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ২০ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৬:৪৫, ২০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। চলতি মাসেই সাত পাঁকে বাঁধা পড়েছেন এই অভিনেত্রী। সেই রেশ কাটতে না কাটতেই এবারে পুরুষ পোশাকে আলোচিত তিনি। পুরুষ পোশাক হবে নাই বা কেন, তার এবারের চরিত্রটিই যে পুরুষের!

বিয়ের আনুষ্ঠানিকতা সেরে সম্প্রতি শুটিং ফ্লোরে ফিরেছেন নায়িকা। রনি ভৌমিকের নির্দেশনায় একটি বিজ্ঞাপনেই মূলত তাকে দেখা যাবে পুরুষ পোশাকে, পুরুষ চরিত্রে।

জানা গেছে একই সঙ্গে স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার চরিত্রে অভিনয় করেছেন মিম।

অভিনেত্রী বলেন, ‘এর আগে নাটকে এবং বিজ্ঞাপনচিত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু কখনোই একসঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করেননি। মজার বিষয় হলো, এবারই প্রথম পুরুষ চরিত্রে দেখা যাবে তাকে।
গত ১৭ জানুয়ারি বিজ্ঞাপনচিত্রটির শুটিং হওয়ার কথা ছিল।কিন্তু করোনা পরীক্ষার ফল হাতে পাননি বলে সেদিন শুটিং হয়নি। অবশেষে করোনা নেগেটিভ ফল হাতে পেয়ে শুটিং শুরু করেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি