ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

সারোগেসির মাধ্যমে মা হলেন প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ২২ জানুয়ারি ২০২২

প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস দম্পতির কোল জুড়ে এসেছে সন্তান। তবে প্রকৃতির স্বাভাবিক নিয়মে নয়, সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছে তাদের সন্তান। শুক্রবার রাতে নিজেদের ইনস্টাগ্রাম একাউন্টে  আলাদাভাবে খবরটি দেন প্রিয়াঙ্কা-নিক দুজনেই।

পোস্টে তারা লিখেছেন, “আমরা অতীব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সারোগেসির মাধ্যমে আমরা আমাদের সন্তানকে পৃথিবীতে এনেছি। বিশেষ এই সময়ে আমরা পরিবারের দিকে মনোযোগী। সবাই আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবেন বলে আশা করছি।”    

৩৯ বছর বয়সী প্রিয়াঙ্কা ও ২৯ বছর বয়সী নিক জোনাস তাদের বিয়ের তৃতীয় বার্ষিকী উদযাপনের পরপরই সন্তান আসার খবর দিলেন।

২০১৮ সালের ডিসেম্বরে ১০ বছরের ছোট আমেরিকান গায়ক নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে হয়। নিক প্রিয়াঙ্কার মধ্যে ভালোবাসার কমতি নেই। তবে সংসার করলেও কবে তাদের ঘরে আসবে সন্তান সেই অপেক্ষায় ছিল অনুরাগীরা। এবার সেই অপেক্ষার প্রহর শেষ হলো নিক-প্রিয়াঙ্কা ভক্তদের।

সূত্র: পিংক ভিলা, হিন্দুস্তান টাইমস
এমএম/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি