ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দীপিকাকে আমন্ত্রণ জানাতে কী আপত্তি অনন্যার?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ২০ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১২:১৫, ২০ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

এই সময়ে জুটি বেঁধে অভিনয় করেছে দীপিকা-অনন্যা। দীপিকা পাড়ুকোন ও অনন্যা পাণ্ডে ছাড়াও পরিচালক শকুন বাত্রার ছবি ‘গেহরাইয়াঁ’-তে অভিনয় করেছেন  সিদ্ধান্ত চতুর্বেদী ও  ধৈর্য করওয়া। মুক্তির পর এই ছবির জন্য বেশ প্রশংসা পেয়েছেন তরুণ তারকা অনন্যা পান্ডে।

গত কয়েক মাস ধরে ‘গেহরাইয়াঁ’ ছবির শুটিং করার সময় এক সুখী পরিবারের মতোই সময় কাটিয়েছেন এই ছবির সব তারকারা। 

আর তাই শুটিং শেষে ছবি মুক্তির পরে এর সাফল্য উপভোগ করতে একে অপরের বাড়িতে দিচ্ছেন সেলিব্রেশন পার্টি। 
তবে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাতে অনিচ্ছুক চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পান্ডে। আর এ’নিয়ে চর্চা এখন তুঙ্গে। সবার মনে এক প্রশ্ন কেন আমন্ত্রণে আপত্তি অনন্যা’র? 

ৱদীপিকা নিজেও তাকে জিজ্ঞাসা করেন, কেন তার বাড়িতে যাওয়ার অনুমতি নেই কারও?

অনন্যা সোজাসাপ্টা ভাবে জানান যে, এর একমাত্র কারণ তার পিতা চাঙ্কি। 

অভিনেতা নিজের বাড়িতে থাকলে নাকি গামছা ছাড়া আর কোনও পোশাক গায়ে চড়ান না।

এ বিষয়ে অনন্যা আরো বলেন, ‘‘আমার বাবা বাড়িতে সারাক্ষণ গামছা পরে থাকেন। বাবাকে সেভাবে দেখতে যদি তোমাদের কোনও অসুবিধা না হয়, তা হলে অবশ্যই এসো।’’

আর পরবর্তী সময়ে দীপিকা এই গল্পটি বলেন একটি সাক্ষাৎকারে। সাইরাস ব্রোচার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শকুন, দীপিকা, সিদ্ধান্ত, অনন্যা এবং ধৈর্য। 

সেখানেই এই গল্পের খোলসা করেন ছবির নায়িকা। অনন্যার ‘ঘর ঘর কি কহানি’ শুনে হাসির রোল ওঠে বাকিদের মধ্যে।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি