ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিজাব বিতর্কে এবার মুখ খুললেন ‘সিক্রেট সুপারস্টার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২২, ২০ ফেব্রুয়ারি ২০২২

জাইরা ওয়াসিম

জাইরা ওয়াসিম

Ekushey Television Ltd.

হিজাব বিতর্কে উত্তাল গোটা ভারত। কর্নাটকের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এর সূত্রপাত হলেও দ্রুত তা ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। হিজাব-বিতর্ক নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন বিভিন্ন খ্যাতনামারা। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউডের ‘সিক্রেট সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিম।

রোববার নেটমাধ্যমে নিজের মতামত জানিয়েছেন ‘দঙ্গল’-এর এই অভিনেত্রী। লিখেছেন, ‘হিজাব ইসলাম ধর্মে ঐচ্ছিক নয়, এটা বাধ্যতামূলক।’ 

তাঁর মতে, একজন নারী যখন হিজাব পরেন, তখন তিনি আল্লাহর থেকে পাওয়া একটি দায়িত্ব পালন করেন। যে আল্লাহকে তিনি ভালবাসেন এবং তাঁর কাছেই নিজেকে সমর্পণ করেছেন।

যেভাবে মুসলিম নারীদের হিজাব ও পড়াশোনার মধ্যে যে কোনো একটি বেছে নিতে বাধ্য করা হচ্ছে- তারও প্রতিবাদ করেছেন এই কাশ্মীর কন্যা।

প্রসঙ্গত, বলিউডে ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ ছবির জন্য ফিল্মফেয়ার এবং ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছেন জাইরা। তারপর ২০১৯ সালে আচমকাই অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি।

তখন জাইরার মনে হয়েছিল, ইসলাম ধর্মবলম্বী হয়ে অভিনয় করার অর্থ ধর্মের বিরুদ্ধাচরণ করা। সূত্র- আনন্দবাজার অনলাইন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি