ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সটান শুয়ে ছবি পোস্ট! ‘ফুড কোমায়’ আক্রান্ত রণবীর সিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ২৮ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

এই সময় বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। একের পর এক হিট ছবি তাকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। আর এই জনপ্রিয় তারকা নাকি অসুস্থ হয়েছেন। তিনি নাকি ‘ফুড কোমায়’ আক্রান্ত তিনি।

সম্প্রতি নিউ ইয়র্কে ভ্রমণ করেছেন রণবীর। সেখানে গিয়েই নাকি এমন হয়েছে অভিনেতার সাথে।শুনলে অবাক লাগলেও, ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি নিজেই জানিয়েছেন ‘ফুড কোমা’ আক্রান্ত হয়েছেন তিনি।

সেখান থেকে নিত্যদিন তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠছে হরেক রকম খাবারের ছবি। শপিং করছেন, বিগ অ্যাপেলে বসে বিভিন্ন স্বাদের খাবার উপভোগ করছেন সেই ছবিও শেয়ার করেছেন তিনি।

ওয়ার্ম পাফ পেস্ট্রি, চকোলেট হানিকম্ব, কর্নফ্লেক্স, কনডেন্স মিল্ক আইসক্রিম থেকে রকমারি ডেডার্ট ছিল রণবীরের টেবিলে সাজানো। খেতে বসে সেই ছবি শেয়ার করেছিলেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।

কড়া ডায়েট মেনে চলা এই বলি স্টার সব শেষে একটি ছবি শেয়ার করেছেন, সেখানে সোফার উপর সটান হয়ে শুয়ে থাকতে দেখা গেছে তাকে।

আর সেই শুয়ে থাকা ছবি পোষ্ট করে  ক্য়াপশনে জানিয়েছেন, ‘ফলাফল ফুড কোমা’।

যদিও ‘ফুড কোমায়’ আক্রান্ত হওয়া নিয়ে অভিনেতার ভক্তদের উদ্বেগ হওয়ার কোনও কারণ নেই।

অতিরিক্ত খাওয়ার পর যে তন্দ্রাচ্ছন্ন ভাব দেখা যায় তাই আদপে এই রোগের উপসর্গ।

তবে চিকিৎসা বিজ্ঞান এটাকে গুরুতর কোনও বিষয় বলে মনে করেন না।

সূত্রঃ হিন্দুস্থান টাইমস

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি