ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

বলিউড সিরিজে শ্রীলেখা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ৫ মার্চ ২০২২

সব সময়ই আলোচনায় থাকতে পছন্দ শ্রীলেখা মিত্রের। ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে নানান বিষয় নিয়ে প্রায়ই আলোচনায় উঠে আসেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সরব এই তারকা। বাংলার এই তারকা এবার পা রেখেছেন বলিউডে। এর আগে এসভিএফের ‘রুদ্রবীণা’ ওয়েব সিরিজে তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। এবার বলিউড সিরিজে অভিনয় করছেন শ্রীলেখা।

তারই কিছু অংশের শ্যুট চলছে কলকাতায়। যেখানে রয়েছেন তিনি।

এ নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, জীবনের প্রতি মুহূর্ত উপভোগ করছেন। নিজের শর্তে বাঁচছেন। এই পরিচালনা করছেন, তো পর মুহূর্তেই অভিনয়। 

মার্চে সবার কপাল বেয়ে যখন ঘাম গড়াবে তিনি তখন থাকেন দার্জিলিংয়ে। ঠান্ডা ঠান্ডা পরিবেশ উপভোগ করতে করতে শ্যুট করবেন সিরিজের বাকি অংশ। শেষ অংশের শ্যুট হবে মুম্বইয়ে। 

বেশ কিছুদিন কাজের চেয়ে ব্যাক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসেন এই তারকা। তবে এবার ছক্কা হাঁকিয়ে শ্রীলেখা আবারও প্রমাণ করে দিলেন, চাইলেই ফিরে আসা যায়।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি