ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার কপিলের বিরুদ্ধে অগ্নিশর্মা অগ্নিহোত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ৮ মার্চ ২০২২

কপিল শর্মা ও বিবেক অগ্নিহোত্রী

কপিল শর্মা ও বিবেক অগ্নিহোত্রী

Ekushey Television Ltd.

সম্প্রতি বলিউডের এক ছবিতে কোনো তারকা না থাকায় জনপ্রিয় টিভি-শো 'দ্য কপিল শর্মা শো'-তে আমন্ত্রণ না পাবার অভিযোগ উঠেছে। নিজ টুইটারে অসন্তোষ প্রকাশের মধ্য দিয়ে অভিযোগটি তুলেছেন সেই ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

টুইটে বিবেক দাবি করেছেন, ‘তার নতুন ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'-এর প্রচারণায় 'দ্য কপিল শর্মা শো'-তে উপস্থিত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু কপিল তাদের আমন্ত্রণ জানানোর প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছেন! বিবেকের বিশ্বাস, কপিল এমনটা করেছেন কারণ তার এই ছবিতে তথাকথিত কোনও বড় 'তারকা' নেই বলে।’

পরিচালকের এই অভিযোগ এ মুহূর্তে সোশ্যাল মিডিয়ার অন্যতম চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এই প্রসঙ্গে এক ফ্যান বিবেককে টুইট করে লেখেন, 'বিবেক স্যার, আপনার এই ছবিটির প্রচারে কপিলের শো-তে আসা উচিত।' ঠিক পরেই একই ফ্যান কপিলের উদ্দেশে বলেন, 'কপিল ভাই, আপনি বহু অভিনেতাদের সহযোগিতা করেন, তাদের প্রচারে সাহায্য করেন। এই ছবিটির ক্ষেত্রেও তাই-ই করুন। আমরা সকলে মিঠুন এবং অনুপম খের-কে একসঙ্গে আপনার শো-এর মঞ্চে দেখতে চাই।'

তবে এই বিষয়ে কপিল শর্মার পক্ষে থেকে এখনও কোনো জবাব পাওয়া যায়নি।

প্রসঙ্গত, কাশ্মীরি পণ্ডিতদের কীভাবে উপত্যকা থেকে উৎখাত করা হয়, কীভাবে তাদের হত্যা করা হয়েছে, এমন অনেক বিষয় উঠে এসেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর ট্রেলারে। নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছিল গোটা দেশ। প্রাণ বাঁচাতে প্রায় নিঃস্ব অবস্থায় কাশ্মীর ছেড়েছিলেন হাজার হাজার কাশ্মীরি পণ্ডিত। 

ছবিটিতে মিঠুন চক্রবর্তী ও অনুপম খের ছাড়াও আরও অভিনয় করেছেন- দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক। সূত্র- হিন্দুস্থান টাইমস

আরএমএ//এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি