ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ঝুন্ড’ দেখে অঝোরে কাঁদলেন আমির, কী বললেন অমিতাভ?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ১০ মার্চ ২০২২ | আপডেট: ১৫:৪৫, ১০ মার্চ ২০২২

আমির খান ও অমিতাভ বচ্চন

আমির খান ও অমিতাভ বচ্চন

Ekushey Television Ltd.

বলিউডের নতুন সিনেমা ‘ঝুন্ড’ দেখে আবেগ ধরে রাখতে পারেননি বলিউডের মিস্টার পারফেকশনিষ্ট খ্যাত তারকা আমির খান। শোনা যায়, সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে অঝোরে কেঁদেছেন আমির। এই সিনেমার অভিনেতা অমিতাভ বাচ্চন ও সঙ্গে থাকা শিশুশিল্পীদের অভিনয় দক্ষতা দেখে যেমন মুগ্ধ হয়েছেন,ঠিক তেমনি প্রশংসায়ও ভরিয়ে দিয়েছেন এই খান।

আমিরের এই প্রশংসা শোনার পরই অবশ্য মুখ খুলেছেন স্বয়ং বলিউড শাহেনশাহ। ধন্যবাদ তো জানালেনই, তবে বেশ খানিকটা মজা করেই।

শোনা যায়, ‘ঝুন্ড’ সিনেমাটি দেখে টি-শার্টের হাতা দিয়ে চোখের পানি মুছতেও দেখা গিয়েছিল আমিরকে। আর এই সিনেমাতে অমিতাভ প্রসঙ্গে আমির বলেন, 'তিনি অনেক ভালো সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। কিন্তু এটা তার সেরা সিনেমাগুলোর মধ্যে অন্যতম। দুর্দান্ত একটা সিনেমা।’

আমিরের এই কথা শুনে হাসতে হাসতে অমিতাভ বলেন, 'ও একটু বেশিই উত্তেজিত হয়ে পড়ে।'

জানা যায়, আমির খানের জন্য আয়োজন করা হয়েছিল ‘ঝুন্ড’-এর ব্যক্তিগত স্ক্রিনিং। আর টি-সিরিজের পক্ষ থেকে তাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিও শেয়ার করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে- সিনেমাটি দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি মিস্টার পারফেকশনিষ্ট। একইসঙ্গে এই সিনেমাকে তিনি বলেছেন ‘অদ্বিতীয়’।

‘ঝুন্ড’-র পরিচালক নাগরাজ পোপটরাও মঞ্জুলে ও প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে কথা প্রসঙ্গে আমির খান বলেন, তিনি গত ২০-৩০ বছরে যা শিখেছিলেন, তা সবই ভেঙে দিয়েছে এই সিনেমা।

এদিকে, বলিউড হাঙ্গামাকে দেয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গ উঠতেই হাসতে হাসতে অমিতাভ বলে ওঠেন, 'আমিরের একটু বেশি উত্তেজিত হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে।'

তিনি আরো বলেন, 'কিন্তু এত ভালো ভালো কথা বলার জন্য আমিরকে ধন্যবাদ। আমার মনে হয়, যে কোনও সিনেমা নিয়েই আমিরের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমির যেভাবে এই সিনেমার ব্যাপারে প্রশংসা করেছেন, সত্যিই আমি আপ্লুত।'

প্রসঙ্গগত, সমাজকর্মী বিজয় বারসের জীবনের ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছে এই সিনেমার গল্প। যিনি বস্তির বাচ্চাদের প্রেরণা দিয়েছিলেন ফুটবল টিম তৈরি করতে। সূত্র- হিন্দুস্থান টাইমস

আরএমএ//এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি