ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যে কারণে ‘চুরির পথ’ বেছে নিয়েছিলেন অনুপম!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ১০ মার্চ ২০২২ | আপডেট: ১৬:১১, ১০ মার্চ ২০২২

জন্মদিনে মায়ের সঙ্গে অনুপম খের এবং তার ছাত্রজীবনের ছবি।

জন্মদিনে মায়ের সঙ্গে অনুপম খের এবং তার ছাত্রজীবনের ছবি।

Ekushey Television Ltd.

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের-এর শৈশবটা কেটেছে হিমাচল প্রদেশেই। ছোট থেকেই ঝোঁক ছিল অভিনয়ের প্রতি। আর সেই টানেই একবার পাঞ্জাব ইউনিভার্সিটিতে হওয়া অডিশনে নিজেকে প্রমাণ করার জন্য ঘরে মায়ের রাখা ১১৮ টাকা চুরি করেছিলেন অভিনেতা!

সেই কথা নিজের মুখেই জানিয়েছিলেন ২০১৮ সালে দেয়া এক সাক্ষাৎকারে। এই ঘটনা প্রসঙ্গে বর্ষীয়ান এই অভিনেতা আরো জানিয়েছেন, সেই সময়ে পরিবারের কাছে ওই পরিমাণ টাকা চাওয়ার সাহস তার ছিল না। তাই চুরির রাস্তাই বেছে নিয়েছিলেন তিনি! 

যদিও ওই সংস্থার তরফে জানানো হয়েছিল, অডিশনে ভালো করলে ২০০ টাকা করে দেয়া হবে। তবে চুরি করার কারণ হিসেবে এটা বললেও তা গ্রাহ্য করেননি তার মা। ধরা পড়ামাত্রই মায়ের হাতে সপাটে চড় খেয়েছিলেন তিনি!

সেই সাক্ষাৎকারে অনুপম আরো বলেন, 'খেলাধুলায় কোনোদিনই খুব একটা ভালো ছিলাম না। তবে অভিনয় করতে খুব ভালো লাগত। সিমলার গভর্নমেন্ট কলেজে পড়াকালীন হিমাচল প্রদেশ ইউনিভার্সিটির সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছিলাম। এরপর হিমাচল প্রদেশ ইউনিভার্সিটিতে ইকোনোমিক্স নিয়ে পড়তে পড়তে নজরে এসেছিল চন্ডীগড়ের পাঞ্জাব ইউনিভার্সিটির ইন্ডিয়ান থিয়েটার বিভাগ-এর একটি বিজ্ঞাপন। সেখানে একটি অডিশনের কথা ঘোষণা করে জানানো হয়েছিল- যারা তাতে ভালো করবে, তাদের জন্য ২০০ টাকা করে বৃত্তি দেয়া হবে। আমার সেখানে যাওয়ার জন্য খরচের টাকা চাওয়ার সাহস ছিল না পরিবারের কাছে। তাই মায়ের লক্ষ্মীর ভাণ্ডার থেকে ১১৮ টাকা চুরি করেছিলাম। তারপর পৌঁছে গিয়েছিলাম পাঞ্জাব ইউনিভার্সিটি।'

তুখোড় এই অভিনেতা আরো জানান, ‘বাড়ি ফিরে জেনেছিলাম, টাকা চুরি হয়েছে দেখে বাড়িতে পুলিশ ডেকেছিলেন মা। আমাকেও ওই টাকার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। তবে সোজা মিথ্যে বলে দিয়েছিলাম। এর প্রায় এক সপ্তাহ বাদে বাবার মনে কী একটা সন্দেহ হওয়াতে আমাকে নানারকম জিজ্ঞাসাবাদ করা শুরু করেছিলেন উনি। উপায়ন্তর না দেখে সত্যি কথা স্বীকার করে ফেলেছিলাম আমি। আর সে কথা জানামাত্রই আমাকে ঠাটিয়ে চড় মেরেছিলেন মা। তবে বাবা সেই সময়ে মা'কে আস্বস্ত করে জানান যে, আমি ওই অডিশনে নির্বাচিত হব এবং ২০০ টাকার বৃত্তি পাব এবং তার থেকেই মায়ের ওই টাকা ফেরত দিয়ে দেব।’ সূত্র- হিন্দুস্থান টাইমস।

আরএমএ//এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি