ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

অনুষ্ঠিত হলো উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ১৮ মার্চ ২০২২ | আপডেট: ১৯:১২, ১৮ মার্চ ২০২২

স্বাধীনতার পঞ্চাশ বছরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা পঞ্চাশ নারীকে সম্মাননা দেয়ার মাধ্যমে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো নতুনধরা নিবেদিত উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড ২০২২। 

আগামী এবং ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্ এর আয়োজনে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে নারীদের হাতে সম্মাননা তুলে দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এর কো-স্পন্সর ছিলেন সাবুশপ, পাওয়ার্ড বাই জায়া গোল্ড অ্যান্ড ডায়ামন্ড। 

আয়োজকদের শুভেচ্ছা বক্তব্য’র মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে সংগীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মেহরীন, কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার সংবাদ পাঠক ফারজানা করিম। এরপর রাকিব বাবুর কোরিওগ্রাফীতে হয় র‌্যাম্প শো।

আয়োজক বাবুল আক্তার ও শাহরিয়ার স্বপন বলেন ‘স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নারীদের সম্মানিত করতে পেরে আমরা সফল, ভালো কাজের স্বীকৃতি সবসময় ই দেয়া উচিত, আমরা সে চেষ্টাই করেছি। সামনে আরও ভালো ভালো চমক রয়েছে’

অনুষ্ঠাটির ইভেন্ট পার্টনার ছিলো আগামী, টেলিপ্রেস, ফটোগ্রাফি পার্টনার ছিলো মেমরি বাসকেট, স্ট্র্যাটেজিক অ্যান্ড পিআর পার্টনার ছিলো লুমেক্সথ্রিসিক্সটি।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি