ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানের দক্ষিণযাত্রা, পারিশ্রমিক কত জানেন? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ২১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

বলিউড কাঁপানো অভিনেতা ভাইজান খ্যাত সালমান খান এবার পা রাখছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী কোনিডেলার সঙ্গে জুটি বেঁধেছেন ভাইজান।  সিনেমার নাম, ‘গডফাদার’। এই সিনেমায় সালমানের পারিশ্রমিক কত জানেন? 

ইতিমধ্যে সালমানকে টুইট করে স্বাগত জানিয়েছেন চিরঞ্জীবী। চিরঞ্জীবী লিখেছেন, ‘গডফাদারে আপনাকে স্বাগত জানাই সালমান। আপনি আসার পর সবাই খুব উত্তেজিত। আপনার সঙ্গে পর্দায় কাজ করার জন্য মুখিয়ে আছি। খুবই খুশি আমি। দর্শকেরাও আনন্দ পাবেন।’

সালমান খান দক্ষিণী ইন্ডাস্ট্রির সূচনাতেই রাখলেন এক বিশাল চমক। ভাইজান বলিউডের এক একটি ছবির জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নেন, আর তিনিই নাকি ‘গডফাদার’-এক নির্মাতাদের জানিয়েছেন, এই ছবির জন্য তিনি একটি টাকাও পারিশ্রমিক নেবেন না। মানে বিনামূল্যে দক্ষিণী ছবিতে কাজ করতে চলেছেন সালমান।

জানা যায়, ছবির নির্মাতারা সালমানকে বিরাট অঙ্কের পারিশ্রমিক দেবেন বলে স্থির করেছিলেন। কিন্তু চিরঞ্জীবীর প্রতি শ্রদ্ধা এবং ভালবাসার খাতিরে ভাইজান কোনও টাকা নিতে চাননি। 

সালমান এই বিষয়ে বলেছেন, ‘‘আমি এই ছবিতে অভিনয় করতে রাজি। কিন্তু একটি শর্তে। আপনারা আমায় কোনও টাকা দেবেন না।’’

আগামীতে এক সপ্তাহ ধরে সালমান এবং চিরঞ্জীবী শ্যুটি‌ং করবেন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ছবির কাজ।    

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি