ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদে আসছে শাকিবের নতুন ২ সিনেমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ২১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

দীর্ঘ সময় পরে আবরও প্রেক্ষাগৃহে আসছেন শাকিব খান। ভক্তদের অপেক্ষার দিন শেষ করে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ শিরোনামের সিনেমা দুটি দেখা যাচে আগামী ঈদে।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘গলুই’। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরী। এস এ হক অলিক পরিচালিত এই সিনেমায় আরও রয়েছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। 

অন্যদিকে, অ্যাকশন ঘরানার সিনেমা বিদ্রোহীর মুক্তির কথা আগে একাধিকবার বলেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

করোনার প্রাদুর্ভাবের কারণে বড় বাজেটের সিনেমাটি মুক্তি পায়নি। করোনা কমায় ঈদে এর মুক্তির তারিখ চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। বিদ্রোহী সিনেমাটি পরিচালনা করেছেন সেলিম খান। শাকিব ছাড়া এতে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, মৃদুলাসহ অনেকে।

শাকিব খান এ বিষয়ে বলেন, “ঈদে সিনেমা মুক্তি যে কোনো শিল্পীর জন্যই আনন্দের। আবারও ভিন্নধর্মী সিনেমা নিয়ে দর্শকের কাছে হাজির হতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। আশা করছি, সিনেমা দুটি দর্শকের ঈদের আনন্দ বাড়িয়ে তুলবে।”
আরএমএ/ এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি