ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বন্ধ হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ২৬ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

বন্ধ হতে চলেছে ভারতের জনপ্রিয় টিভি-শো ‘দ্য কপিল শর্মা শো’। 

জানা গিয়েছে, অস্থায়ীভাবে এই শোয়ের শুটিং কয়েকদিন বন্ধ থাকবে। আর যার মূল কারণ কপিল শর্মা নিজেই।

মানুষের মন খারাপকে ভালো করে তুলবার ওষুধ হয়ে উঠেছিলো এই শো। যার কারণেই প্রথম থেকেই ‘দ্য কপিল শর্মা শো’র টিআরপি দারুণ। এই শো দেখে হাসিতে ফেটে পড়েন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা। শুধু তাই নয়, বলিউড সিনেমার প্রচারের নতুন প্ল্যাটফর্ম হল ‘দ্য কপিল শর্মা শো’।

তবে হঠাৎ করেই শোনা যায় বন্ধের পথে এই শো। প্রশ্ন উঠেছে কেনো বন্ধের পথে জনপ্রিয় এই শো? 

গণমাধ্যমের খবর অনুযায়ী, কপিল শর্মা আগামী একমাস বিশেষ এক শোয়ের জন্য আমেরিকায় থাকবেন। আর সেই কারণেই অস্থায়ীভাবে শুটিং বন্ধ থাকবে ‘দ্য কপিল শর্মা শো’র।
 
আরও জানা গিয়েছে, এমনিতেই কপিল শর্মা শোয়ের নতুন সিজন আসার কথা। শোয়ের ধরণও নাকি বদলে দেবে চ্যানেল কর্তৃপক্ষ। আর সেই কারণেই অস্থায়ীভাবে শোটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরএমএ/ এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি