ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইলিয়াস-নিপুণসহ ১১ জনকে জায়েদের আইনি নোটিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ২৯ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বন্দ্ব যেনো থামতেই চাচ্ছেনা। এবার সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণসহ ১১ জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সমিতির দুইবারের সাধারণ সম্পাদক জায়েদ খান। 

আইনজীবী তানভীর হোসেন খান এই নোটিশটি পাঠিয়েছেন জায়েদের পক্ষে হতে। নোটিশ প্রাপ্তরা হলেন, সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক পদে পরাজিত নিপুণ আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামনুন ইমন, কোষাধ্যক্ষ আজাদ খান, কার্যনির্বাহী সদস্য অঞ্জনা, কেয়া, জেসমিন আক্তার, অমিত হাসান ও নাদের খান।

নোটিশে বলা হয়, ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও সরকারি সাধারণ ছুটির দিনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে যে মিটিং আয়োজন করা হয়েছে তার উদ্দেশ্য অসৎ এবং তা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের পুরোপুরি লঙ্ঘন।

পাশাপাশি বলা হয়, ২৬ মার্চের মিটিংয়ের কার্যবিবরণী বাতিল করার জন্য। একই সঙ্গে গত ১৪ মার্চ আপিল বিভাগের দেওয়া আদেশ অনুযায়ী নিপুণকে যেন আর কোনও মিটিংয়ে অংশ নেওয়ার সুযোগ দেওয়া না হয়।

প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বশেষ নির্বাচনে জায়েদ খান তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগের ভিত্তিতে সেই ফল ভেস্তে যায়। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। যা সমধান এখনও আসেনি।

এদিকে, জায়েদ খানের অভিযোগ, বরাবরই আইন অমান্য করে সমিতির নানা কার্যক্রমে অংশ নিচ্ছেন নিপুণ।
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি