ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রককে চড় মারার জন্য ক্ষমা চাইলেন উইল স্মিথ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ২৯ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

অস্কার মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে চড় মেরে হই চৈই ফেলে দেন অভিনেতা উইল স্মিথ। এবার সে জন্য তিনি সোমবার ক্ষমা চেয়েছেন।

অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জেতা স্মিথ ইন্সটাগ্রামে লেখেন, ক্রিস- আমি প্রকাশ্যে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি নিয়ন্ত্রণের বাইরে ছিলাম এবং ভুল করেছি। আমি বিব্রত এবং আমার এ কর্মকান্ড আমি যা হতে চাই তা নির্দেশ করে না।

তিনি আরো বলেন, যে কোন ধরনের সহিংসতা বিষাক্ত এবং ধ্বংসাত্মক। গতরাতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ আমার আচরণ ছিল অগ্রহণযোগ্য ও অমার্জনীয়।  

স্মিথ বলেন, কৌতুক আমাদের কাজেরই অংশ। কিন্তু জেডার অসুস্থতা নিয়ে কৌতুক আমার কাছে অসহ্য ঠেকে এবং আবেগপ্রবণ হয়ে এর প্রতিক্রিয়া জানাই।

এদিকে স্মিথের ক্ষমা চাওয়ার আগে অস্কার প্রদান সংস্থা অ্যাকাডেমি অব মোশন পিকচার্স এন্ড সায়েন্সেস মর্মান্তিক এ ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরুর কথা জানিয়েছে।

অস্কার প্রদান অনুষ্ঠানে কমেডিয়ান ক্রিস রক স্মিথের স্ত্রী জেডা পিঙ্কেট স্মিথের কামানো মাথা নিয়ে রঙ্গ রসিকতা করেন। স্মিথ মঞ্চে গিয়ে রককে চড় মারেন।

উল্লেখ্য, জেডা তার অসুস্থতার কারণে মাথা ন্যাড়া করেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি