ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নতুন গান দিয়ে ফিরছেন সাবরিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ২৯ মার্চ ২০২২ | আপডেট: ১৮:৫২, ২৯ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

দীর্ঘ বিরতি শেষে নতুন করে নতুনভাবে স্বমহিমায় ফিরছেন তরুণ প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সাবরিনা। আসছে ঈদের জন্য ‘রঙিলা’ ও ‘দুনিয়াতে পাইবারে ফল বন্ধু তোমার দোষে’ শিরোনামের গান দুটি দিয়েই বিরতির ইতি টানতে যাচ্ছেন তিনি।

এরই মধ্যে গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই মিউজিক ভিডিও নির্মিত হবে বলে জানান গায়িকা।

ফেরা প্রসঙ্গে সাবরিন বলেন, ব্যক্তিগত কারণে মাঝে কাজ থেকে একটু দূরে থাকতে হয়েছিল৷ গানে অনিয়মিত থাকলেও নিজের মধ্যে খুব যন্ত্রণা হতো আবার কবে কাজে ফিরবো। অবশেষে নতুন কাজ শুরু করেছি। অনেক দিন পর বেশ কিছু নতুন কাজ পেতে যাচ্ছেন শ্রোতারা। দুটি ভিন্ন ধাচের গান নিয়ে সাাজনো হয়েছে নতুস গান। আশা করছি, সবার ভালো লাগবে। এখন থেকে ধারাবাহিকভাবে নিয়মিত গান আসবে।

উল্লেখ্য, ছোট বেলা থেকেই গানের হাতেখড়ি সাবরিনের। তার প্রথম একক গানের অ্যালবাম ‘সুখের নূপুর’। দ্বিতীয় একক অ্যালবাম ‘সত্যি করে’ বাজারে আসে ২০১৫ সালে। পরের বছর বেলাল খানের সুরে ও এ মিজানের লেখা ‘পাতার বাঁশি’ গানটি দিয়ে বেশ আলোচনায় ছিলেন সাবরিন। এরপর ‘জোড়া চোখ’, ‘বন্ধু প্রেম শিখাইয়া’, ‘তুমি একটা ব্যাপার’সহ বেশকিছু গান শ্রোতাপ্রিয় পায়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি