ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নারীর ক্ষমতায়ন নিয়ে ঋতুপর্ণার নতুন শো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ৫ এপ্রিল ২০২২

সম্প্রতি কলকাতার এক পাঁচতারা হোটেলে বসতে চলেছে সৌন্দর্য প্রতিযোগিতার আসর। অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডি রয়্যাল মিস মিসেস ইন্ডিয়া ২০২২-এর গ্র্যান্ড ফিনালে।

ভারতের বিভিন্ন প্রদেশের নারীরা অংশগ্রহণ করতে চলেছে সেই প্রতিযোগিতায়। এই শোয়ের মুখ্য উদ্দেশ্য নারী শক্তির উথ্থান, নারীর ক্ষমতায়ন।

বিভিন্ন পেশার নারীরা অংশগ্রহণ করবে এই সৌন্দর্য প্রতিযোগিতায়। সারা ভারতের বিভিন্ন প্রদেশের সংস্কৃতি আলাদা, সেই ভিন্ন ভিন্ন সংস্কৃতির মেলবন্ধন হতে চলেছে এই শো। আইটি সেক্টরের কর্মী থেকে শুরু করে আইনজীবী, শিক্ষিকা, স্বাস্থ্যকর্মী এমনকি গৃহবধূরাও অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। 

এই শোয়ের প্রধান অতিথি টলিউডের সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি এই শো সম্পর্কে বলেন, ‘এখানে সব নতুন নতুন ট্যালেন্টদের দেখা যাবে যাঁরা আমাদেরকে অবাক করে। তাদের সৌন্দর্য ও প্রতিভায় মুগ্ধ হতে আমি তৈরি। আমি বরাবরই নারীর ক্ষমতায়নের পক্ষে, এই শো নারীর ক্ষমতায়নের একটি মাধ্যম। নারীর ক্ষমতা বৃদ্ধি হলেই একটি দেশের সার্বিক উন্নতি সম্ভব। প্রতিবছরই এই শোয়ের সঙ্গী হয়ে আমার মনে হয় যে এই শো আক্ষরিক অর্থে দেশের নারীদের উন্নতির কথা বলে।’ 

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি