ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এক রণবীর বর, আর এক রণবীর বাবা? শোরগোল বলিপাড়ায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ১৮ এপ্রিল ২০২২ | আপডেট: ১৭:২৭, ১৮ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

এক রণবীর বিয়ে করলেন তো আর এক জন দিলেন বাবা হওয়ার জোরদার খবর! ইনস্টাগ্রামে সদ্যোজাতকে কোলে নিয়ে ছবি দিলেন রণবীর সিংহ। 

তা হলে দীপিকা মা হতে চলেছেন? না, বিষয়টা অন্য রকম। ১৩ মে মুক্তি পাবে রণবীর অভিনীত ছবি ‘জয়েশভাই জোরদার’। সেই লুকেই নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। হাতে রয়েছে সদ্যোজাতের ছবি।

পোস্টে রণবীর লিখেছেন, ‘জয়েশভাইয়ের ছেলে হবে না মেয়ে?’ ভক্তদের প্রশ্ন করেছেন অভিনেতা— ‘আপনাদের কী মনে হয়?’ নতুন ছবি প্রকাশের আগাম খবর দিতেই রণবীরের এই পোস্ট।

ছবিতে রণবীরের চরিত্রটি এক গুজরাতির। ছবির প্রথম পোস্টার সামনে এসেছিল বছর তিনেক আগে, ২০১৯ এ। 

সম্প্রতি আর একটি পোস্টার মুক্তি পেয়েছে। সেই দেখেই সকলের মনে প্রশ্ন। দীপিকার স্বামীর কোলে এ কোন সন্তানের ছবি?

গুজরাতি ভাষা, খাবার, সংস্কৃতির প্রতি নিজের ভালবাসার কথা আগেই প্রকাশ করেছেন রণবীর। যশরাজ ফিল্মসের ছাতার নীচে মুক্তি পেতে চলেছে ‘জয়েশভাই জোরদার’। ছবিতে রণবীরের সঙ্গে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী শালিনী পাণ্ডেকে। ছবির পরিচালনায় দিব্যাঙ্কা ত্রিপাঠী। 

গত কয়েক বছরে ‘৮৩’, ‘পদ্মাবত’, ‘সিম্বা’, ‘বাজিরাও মস্তানি’র মতো একের পর এক হিট ছবিতে দেখা গিয়েছে রণবীর সিংহ-কে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি