মারা গেছেন পরিচালক তমিজ উদ্দিন রিজভী
প্রকাশিত : ১০:৩৪, ২৬ এপ্রিল ২০২২
ঢালিউডের বহু সুপারহিট সিনেমার পরিচালক ও গুনিজন তমিজ উদ্দীন রিজভী মারা গেছেন। এই বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক গত সোমবার (২৫ এপ্রিল) রাত ৮টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গণমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপ-মহাসচিব কাবিরুল ইসলাম রানা।
তিনি বলেন, “তমিজ উদ্দীন রিজভী ভাই দীর্ঘদিন কিডনি জনিত রোগে ভুগছিলেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করছি ও মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
তমিজ উদ্দিন রিজভী চলচ্চিত্র নির্মাণে পা রাখেন ‘ছোট মা’ দিয়ে। এই সিনেমাতে নায়িকা ছিলেন অঞ্জনা। এই নির্মাতা পরিচালিত ‘আশীর্বাদ’ চলচ্চিত্রটির মাধ্যমে চিত্রনায়িকা অঞ্জু ঘোষ চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। তার ‘আশা ভালবাসা’ চলচ্চিত্র দিয়ে খলচরিত্রে অভিষেক ঘটে মিশা সওদাগরের।
এছাড়াও ফারুক, কবরী ও সালমান শাহ-এর মতো তারকারা তমিজ উদ্দীন রিজভী পরিচালনায় অভিনয় করেছেন।
আরএমএ/ এসএ/