ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নতুন করে ডুফা শিল্পীদের কণ্ঠে ‘ও মন রমজানের ওই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ৩ মে ২০২২

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারাদেশে পালিত হচ্ছে ইদুল ফিতর। আর উৎসবের এ দিনটিকে ঘিরে কাজী নজরুল লিখেছিলেন ‘ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ’। প্রায় শতবর্ষী এই গানটি এখনও মানুষের মুখে মুখে।

দেশ-বিদেশের বহু শিল্পীই গানটি গেয়েছেন। সম্প্রতি গানটি নতুন করে গেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন- ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) শিল্পীরা।

গানটির সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। গানটির ভিডিও নির্মাণ ও সম্পাদন করেছেন মিথুন দেবনাথ। চিত্রধারণে ছিলেন মহি শান্ত। নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন পিকলু চৌধুরী।

সেই ১৯৩১ সালে গানটি রচনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এর চারদিন পর শিল্পী আব্বাস উদ্দিনের গলায় প্রথম রেকর্ড করা হয় কালজয়ী গানটি। রেকর্ড করার দুই মাস পর ঈদের ঠিক আগেভাগে সেই রেকর্ড প্রকাশ করা হয়। গ্রামোফোন কোম্পানি এর রেকর্ড প্রকাশ করে। 

কবির সেই সময়কার অপর গানগুলো ছিল- ‘ইসলামের ঐ সওদা লয়ে এলো নবীন সওদাগর, বদনসীন আয়, আয় গুনাহগার নতুন করে সওদা কর।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি