ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চলে গেলেন ‘কেজিএফ ২’ অভিনেতা মোহন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ৮ মে ২০২২

Ekushey Television Ltd.

এখনও আলোচনায় যশ অভিনীত কন্নড় সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার ২’। সম্প্রতি ১ হাজার কোটির মাইলফলক ছুঁয়েছে সিনেমাটি। এই আনন্দময় সুখবরের মাঝেই এলো দুঃখের খবর। মাত্র ৫৪ বছর বয়সেই চলে গেলেন ‘কেজিএফ ২’ অভিনীত অভিনেতা মোহন জুনেজা।

গত শনিবার (৭ মে) সকালেই মৃত্যু হয়েছে মোহনের। কেজিএফ-এর প্রযোজনা সংস্থা হোমবালে ফিল্মস-এর পক্ষ থেকে এক শোকবার্তায় মোহন জুনেজার মৃত্যুর খবর জানানো হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরেই লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটলে বেঙ্গালুরুর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। কিন্তু শেষ রক্ষা হল না।

দক্ষিণী সিনেমার পরিচিত কৌতুকাভিনেতা ছিলেন এই অভিনেতা। 

কেজিএফ’ পরিবারের পক্ষে শোকবার্তায় জানানো হয়েছে, ‘মোহনের পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য আমাদের আন্তরিক সমবেদনা। কন্নড় সিনেমার জগতে সেরা অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। কেজিএফ পরিবারেরও সদস্য ছিলেন তিনি।’

দীর্ঘ ফিল্মি কেরিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই কমেডিয়ান। কেজিএফ: চ্যাপ্টার ১’-এও তার চরিত্র মুগ্ধ করেছিল। স্বল্প দৈর্ঘ্যের চরিত্রেও প্রাণ ঢেলে দিয়েছিলেন মোহন জুনেজা। 

এছাড়া কন্নড়ের পাশাপাশি তেলুগু, হিন্দি, তামিল, মালায়লাম ছবিতেও অভিনয় করেছেন মোহন জুনেজা।
সুত্র: হিন্দুস্থান টাইমস
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি