ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

মদের বোতল ছুড়ে মারেন জনি! সরব সাবেক প্রেমিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ২০ মে ২০২২

শুধু প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড নন, অভিনেতা জনি ডেপের বিরুদ্ধে মুখ খুললেন তার সাবেক প্রেমিকা এলেন বারকিনও। বৃহস্পতিবার আদালতে শুনানি চলার সময় ক্ষোভ উগরে দিলেন ৬৮ বছর বয়সি অভিনেত্রী।

বারকিন জানান, নব্বইয়ের দশকে জনির সঙ্গে কয়েক মাস সম্পর্কে ছিলেন তিনি। তাদের মধ্যে কয়েক বার যৌনমিলন হয়েছে। তবে সেই সম্পর্ক বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি জনির অত্যাচারের কারণেই।

অভিনেত্রীর দাবি, জনি ছিলেন প্রবল ঈর্ষাপরায়ণ। তীব্র তার অধিকারবোধ। যার জেরে অশান্তি লেগেই থাকত। এলেনের পিঠে এক বার একটা আঁচড়ের দাগ দেখতে পেয়ে নাকি মারমুখী হয়ে উঠেছিলেন জনি। 

ভেবেছিলেন, অন্য কারও অঙ্কশায়িনী হয়েছেন তিনি। তা ছাড়া জনির মদ্যপ স্বভাবের কথাও জানান অভিনেত্রী। সারাক্ষণ রেড ওয়াইন খেতেন ‘পাইরেটস অফ ক্যারিবিয়ান’-এর নায়ক। অসংলগ্ন আচরণ করতেন। এক বার লাস ভেগাসের হোটেলে এলেনকে মদের বোতল ছুড়ে মারতে গিয়েছিলেন জনি!

শুধু তাই নয়, পেশার জগতেও অনাচার করেছেন অভিনেতা, এমনটাই অভিযোগ। তিন দশক সেরা অভিনেতার তকমা গায়ে নিয়েও ভরাডুবি গিয়েছে তার। জনির প্রাক্তন ব্যবসা-তদারক যশ ম্যান্ডেল জানান, ২০১৫ সালে অভিনেতার আর্থিক অনটন চরমে উঠেছিল।

অ্যাম্বারের সঙ্গে সম্পর্কের অবনতিও তার পরেই। আদালতে জনির প্রাক্তন স্ত্রী জানিয়েছিলেন, মধুচন্দ্রিমাতেই তাকে মেরে ফেলতে যাচ্ছিলেন অভিনেতা। তিক্ততার সূত্রপাত সেই থেকেই। দাম্পত্য জীবনে চরম গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন অ্যাম্বার, এমনটাই অভিযোগ আনেন।

শেষমেশ ২০১৭-তে বিচ্ছেদ জনি আর অ্যাম্বারের। তার পরেও কাদা ছোড়াছুড়ি শেষ হয়নি। ৫০ লক্ষ ডলার খরচ করে অ্যাম্বারের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছিলেন জনি। সেই মামলার শুনানি চলছে ভার্জিনিয়ার আদালতে।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি