ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

গাড়ি কিনে স্বপ্ন পূরণ, এবার ফ্ল্যাটের স্বপ্ন হিরো আলমের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ২৪ মে ২০২২

সময়ের আলোচিত ইউটিউবার হিরো আলম। আসল নাম আশরাফুল আলম হলেও সামাজিক মাধ্যমে ভাইরাল তিনি হিরো আলম নামেই। এবার সেই হিরো আলম নিজের ব্যবহারের জন্য একটি গাড়ি কিনেছেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন তিনি। 

সম্প্রতি ফিল্ডার ২০১৮ মডেলের নতুন একটি গাড়ি কিনেছেন আলোচিত-সমালোচিত এই ব্যক্তি। গাড়ি কেনার পর তিনি নিজের নামে ফ্ল্যাট কেনার স্বপ্নও পূরণ করতে চান বলে জানিয়েছেন। 

নতুন গাড়ি কিনে ফেসবুক লাইভে হিরো আলম বলেন, “আমার স্বপ্ন ছিল সৎ পথে একটা গাড়ি কিনব। আল্লাহ আজ আমার সেই স্বপ্নটা পূরণ করেছেন। এখন ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে পারলেই আমার সব স্বপ্ন পূরণ হবে।”

এর আগে হিরো আলম জানিয়েছিলেন, ফেসবুক ও ইউটিউব থেকে মাসে ৫০ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আয় করেন তিনি।

হিরো আলম ২০১৬ সালে ক্যাবল সংযোগের ব্যবসা চলাকালে শখের বশে সংগীত-ভিডিও নির্মাণ শুরু করেন। সামাজিক যোগাযোগের মাধ্যম, বিশেষ করে ফেসবুকে এ নিয়ে ট্রল ও মিম শুরু হলে দ্রুতই তিনি ভাইরালম্যান হয়ে যান। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বিভিন্ন সময়ে নানান সব কাণ্ড ঘটিয়ে আলোচনায় রয়েছেন তিনি। এমনকি জাতীয় নির্বাচনেও লড়েছেন এই ইউটিউবার।
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি