ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শাবনূরের সঙ্গ পেয়ে মুগ্ধ মমতাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ৩১ মে ২০২২

দুজনই দুই অঙ্গনের শীর্ষ তারকা। একজন থাকেন অস্ট্রেলিয়া, অন্যজন বাংলাদেশে। কাজের ক্ষেত্রে দুজনের অবস্থান একেবারেই আলাদা। তবে জনপ্রিয়তায় ও ভক্তদের ভালোবাসায় তারা একই সূত্রে গাঁথা। এবার সুদূর প্রবাসে দেখা হল দুজনার। শুধু দেখা নয়, অনেকটা সময় এক সঙ্গে কাটিয়েছেন দুজন। বলছি সঙ্গীত শিল্পী মমতাজ বেগম ও চিত্রনায়িকা শাবনূরের কথা। 

প্রবাসী বাঙ্গালীদের দুটি আয়োজনে অংশ নিতে গত ১৯ মে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। মেলবোর্নে বাঙ্গালী কমিউনিটির আয়োজিত ঈদ ফেস্টিভ্যাল ও সিডনিতে বৈশাখীমেলার কনসার্টে অংশ নেন তিনি। সেখানে সিডনিতে দীর্ঘ দিন ধরে বসবাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। সব ব্যস্ততার মধ্যেই দুই অঙ্গনের দুই তারকার দেখা হয়ে যায়। পরে পুরো একদিন দুজন সময় কাটিয়েছেন একে অপরের সঙ্গে। এ সময়ে শাবনূরের ব্যবহারে মুগ্ধ হয়েছেন মমতাজ। যা নিজেই জানিয়েছেন তিনি।

ফেসবুকে শাবনূরের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট দিয়ে মমতাজ লিখেছেন, “খুব পছন্দের নায়িকা শাবনূর। আমি জানি আমার মতো কোটি কোটি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে এই মেয়েটি। সারাদিন সময় দিলো শুধু আমার জন্য। অবশেষে এয়ারপোর্ট পর্যন্ত। ভীষণ মিশুক একটা মানুষ। খুব ভালো থেকো তুমি, অনেক মিস করবো তোমাকে।”

মমতাজের ওই পোস্টে তাদের দু’জনের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন ভক্তরা। কেউ লিখেছেন, ‘দুই অঙ্গনের প্রিয় দুই সুপারস্টার, নিজেদের কাজে যারা সেরা! সুস্থ ও সুন্দরভাবে দেশে ফিরে আসুন সেই প্রার্থনা।’

আবার কেউ মন্তব্য করেছেন, ‘দুজনেই প্রতিটি মানুষের ভালোবাসার প্রতিচ্ছবি।’

অস্ট্রেলিয়া ভ্রমণের দশদিনের নানা অভিজ্ঞতা নিয়ে মঙ্গলবার ঢাকায় ফিরেছেন মমতাজ। 
আরএমএ/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি