ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

তিশা-তৌসিফের বিয়ে নিয়ে চমকপ্রদ গল্প!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ২৮ জুন ২০২২

তৌসিফ মাহবুব ও তানজিন তিশা

তৌসিফ মাহবুব ও তানজিন তিশা

বিদেশ থেকে পড়াশোনা করে মাত্রই দেশের মাটিতে পা রাখল আসিফ। বিমানবন্দর থেকে বাবার সঙ্গে বাসার গেটে আসতেই বাজতে শুরু করল ব্যান্ড পার্টি! রীতিমতো ঘাবড়ে গেল আসিফ। তবে কি তার অজান্তেই বিয়ের পাত্রী আর আয়োজন সব ঠিক করে রেখেছে তার পরিবার! আজই বিয়ে? কিন্তু পাত্রী কে?

এমনই এক চমকপ্রদ ও বিস্ময়কর এমন গল্প লিখেছেন গীতিকবি স্নেহাশীষ ঘোষ। আর সেটি নিয়ে ঈদের নাটক ‘ওয়েডিং ডায়েরি’ নির্মাণ করলেন রাফাত মজুমদার রিংকু। 

এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা।

নির্মাতা জানান, নাটকটির শুরুটা ব্যান্ড পার্টি দিয়ে হলেও গল্পের গভীরতা অনেক। কারণ, এই গল্পের নায়ক আসিফের পাত্রী হিসেবে আছে স্বাধীনচেতা দেশপ্রেমী প্রীতি। যে কিনা এখনই বিয়ের জন্য প্রস্তুত নয় এবং করলেও দেশ ছাড়তে নারাজ। যদিও গল্পের শেষটাতে থাকছে অন্যরকম চমক আর ভেতরটাতে নানা পারিবারিক জটিলতা।

‘ওয়েডিং ডায়েরি’ প্রযোজনা করেছেন এস কে সাহেদ আলী পাপ্পু। তিনি জানান, নাটকটি আসছে কোরবানির ঈদে উন্মুক্ত হবে ইউটিউব চ্যানেলে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি